1. haimcharbarta2019@gmail.com : haimchar :
লাকসামে দাফনের ৯ মাস পর এক শিশুর লাশ উত্তোলন - হাইমচর বার্তা
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০২:১৫ অপরাহ্ন

লাকসামে দাফনের ৯ মাস পর এক শিশুর লাশ উত্তোলন

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১০ Time View

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসামে দাফনের ৯ মাস পর কবর থেকে এক শিশুর লাশ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে সিআইডি পুলিশ ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে পৌর এলাকার পশ্চিমগাঁও মিয়াঁপাড়া থেকে ফয়সাল আহমেদ ফাহিমের (১০) লাশ উত্তোলন করে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান রাসেল উপস্থিত ছিলেন। নিহত ফয়সাল ওই এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পরিদর্শক শাহীন মিয়া জানান, বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে লাশটি উত্তোলন করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, গত বছরের ২৮ মে শুক্রবার রাতে নিজ ঘর থেকে শিশু ফয়সালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন ফয়সালের মা তার নানার বাড়িতে ছিলো। সন্ধ্যার পর বাবা ইউনুস মিয়াও বাড়িতে ছিলেন না। রাত ৯টার দিকে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে প্রতিবেশীরা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ঘটনায় শিশু ফয়সালের মা পারভীন আক্তার বাদী হয়ে ৫ জনকে আসামি করে কুমিল্লার আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি সিআইডি পুলিশ তদন্ত করছে।
সিআইডি ইন্সপেক্টর মোঃ শাহীন মিয়া জানান, পুনরায় ময়নাতদন্তের স্বার্থে সিআইডি পুলিশ ফয়সালের লাশ উত্তোলনের জন্য বিজ্ঞ আদালতের কাছে আবেদন করলে আদালত লাশ উত্তোলনের অনুমতি দেন। ময়নাতদন্তের পর এটি হত্যাকান্ড বলে প্রমাণিত হলে এ ঘটনায় জড়িতদেরকে শনাক্ত করে আদালতের নির্দেশনা মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সিআইডি উপপরিদর্শক হুমায়ুন কবির, সহকারী উপপরিদর্শক আলতাফ হোসেন, শামীম, লাকসাম থানার এএসআই রাজিব হোসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews