1. haimcharbarta2019@gmail.com : haimchar :
লাকসামে অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাঁই - হাইমচর বার্তা
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০২:১৮ অপরাহ্ন

লাকসামে অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাঁই

  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৭২ Time View

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম পৌর এলাকার গাজীমুড়া মাদ্রাসা দীঘির পাড়ে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার বেলা দুইটার দিকে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, লাকসাম পৌরশহরের গাজীমুড়া আলিয়া মাদ্রাসা দীঘির দক্ষিন পাড়ে বুধবার বেলা দুইটার দিকে বন্ধ থাকা মাসুদ মিয়ার মুদি দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ‍্যে তিনটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এসময় লাকসাম-মনোহরগঞ্জ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এদিকে লাকসাম থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে যানচলাচল স্বাভাবিক হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় কাউন্সিল শাহজাহান মজুমদার ঘটনাস্থলে ছুঁটে আসেন। এসময় তিনি বলেন, আগুনে ব্যবসায়ী মাসুদ মিয়ার মুদি দোকান, ইউছুফ ও ওহাব মিয়ার জুটের দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা লাকসাম পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের গাজীমুড়া গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে লাকসাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। দোকানগুলোর পাশের দীঘিতে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ব‍্যাপক কষ্ট হয়েছে দীর্ঘ এক ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews