1. haimcharbarta2019@gmail.com : haimchar :
রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে প্রজ্জ্বলন'র ফ্রি ব্লাড ক্যাম্পিং - হাইমচর বার্তা
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০২:৪২ অপরাহ্ন

রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে প্রজ্জ্বলন’র ফ্রি ব্লাড ক্যাম্পিং

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৫৩ Time View

এস. এম ইকবাল, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে।

৩১শে মার্চ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম চলে বিকেল পর্যন্ত। ক্যাম্পে ২ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে প্রজ্জ্বলন’র সেচ্চাসেবীরা।

এর আগে সকালে রক্তের গ্রুপ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল। উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে জন্মনিবন্ধন থেকে শুরু করে জাতীয় পরিচয় পত্র সহ প্রায় সব কার্যক্রমেই রক্তের গ্রুপের প্রয়োজন, আজ যারা রক্তের গ্রুপ নির্ণয় করবে সবাইকে প্রাপ্ত বয়স্ক হয়ে রক্ত দিতে পারো এখন থেকে সে মন-মানুষিকতা গড়ে তুলতে হবে।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আকরামুল হক। তিনি প্রজ্জ্বলনের সেচ্ছাসেবীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের এমন মহতি কার্যক্রমে আমি অভিভূত। ওদের মত করে আমরা সকলে নিজ নিজ জায়গা থেকে অন্যের উপরকার হবে এমন কাজ করতে পারি তবেই সমাজটা আরও সুন্দর ভাবে গড়ে উঠবে।

এ ছাড়া উদ্বোধনী পর্বে প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। রক্তের গ্রুপ নির্ণয় করেন প্রজ্জ্বলনের সেচ্ছাসেবী তাহসীন মিলন, শামীম হাসান, মাহাবুব হোসেন ও সানজিদা আক্তার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews