খুলনা প্রতিনিধি: রূপসা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে শুক্রবার বিকেল ৫টায় উপজেলা সদর চত্ত্বরে ফিতা কেটে নতুন অফিস উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা সভাপতি আব্দুল ওয়াদুদ মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে অফিস উদ্ভোধন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রূপসা-তেরখাদা ও দিঘলিয়া জাতীয় পার্টির সমন্বয়কারী মো. ইসমাইল খান টিপু। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক চৌধরী মাহতাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মো. সুলতান মাহমুদ মোল্লা, জেলা জাতীয় ওলামা পার্টির সদস্য সচিব ও উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক বি এম শহিদুল ইসলাম,জেলা জাতীয় পার্টির সহ-অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল গফফার মাস্টার,উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি তাজুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. নজরুল ইসলাম পাইক, উপজেলা জাতীয় যুব সংহতি’র আহবায়ক শেখ ইফতিকার, উপজেলা জাতীয় কৃষক পার্টির আহবায়ক মো. মুজাহিদুর রহমান, ফকিরহাট উপজেলা জাতীয় যুব সংহতি’র সভাপতি মো. আনিছুর রহমান, উপজেলা জাতীয় যুব সংহতি’র সদস্য সচিব জাকারিয়া মাহমুদ ডালিম। এসময় আরো উপস্থিত ছিলেন সুজিত বিশ্বাস, শফিকুল ইসলাম নিরব, ওয়াহিদুজ্জামান বাদল, রেজাউল করিম, কামরুল শেখ, হাসান মোল্লা, হেলাল মল্লিক, সিদ্দিক গাজী, বাচ্চু ফকির, গোলাম মোস্তফা বাবুল, হাবিবুর রহমানসহ জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply