খুলনা প্রতিনিধিঃ রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন আলাইপুর বাজার এলাকায় জাটকা অভিযানে এক ব্যবসয়ীর ২০ কেজি জাটকা মাছ জব্দ করে এতিমখানায় প্রদান করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, আজ ৯ই মার্চ দুপুরে স্থানীয় ব্যক্তিবর্গের সামনে ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করে মাছ জব্দ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাশ। অভিযানকালে রূপসা থানা ওসি সরদার মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টীমের উপস্থিতে অভিযান সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদ আলম, মেকানিক ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম, অফিস সহকারী মাসুদুর রহমান ।
Leave a Reply