রায়গঞ্জ প্রতিনিধিঃ গভীর প্রেম শুধু কাছেই টানেনা দূরেও
নিক্ষেপ করে। এমনি একটি ব্যাতিক্রম প্রেমের ঘটনা
ঘটেছে রায়গঞ্জ উপজেলার ভূঞাগাঁতীতে।
জানাযায়,
উপজেলার চান্দাইকোনা ইউপির শ্যামগোপ গ্রামের
আশ্চার্চ পাড়ায় রতিন ঠাকুরের কন্যা চান্দাইকোনা
অনার্স কলেজের ছাত্রী নুপুরের এর সাথে পাশ্ববর্তী
থানসিংগাপুর গ্রামের অলোক সরকারের পুত্র দুই সন্তানের
জনক সঞ্জয় কুমারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
প্রেমের টানে ৩০ শে নভেম্বর বুধবার সকাল ১০ টায় তারা
বাড়ী থেকে পালিয়ে কক্সবাজার আলম গেষ্ট হাউজে নামক
এশটি আবাসিক হোটেলের ২০৫ নং রুম ভাড়া নেয়।
শনিবার ৪ ঠা ডিসেম্বর সকলে হোটেল কক্ষ থেকে সঞ্জয়ের
মরদেহ উদ্ধার করে পুলিশ। সঞ্জয়ের সাথে থাকা নুপুর জানান,
সকালে বাথরুম থেকে বের হয়ে গলায় ওরনা পেচানো
অবস্থায় সঞ্জয়কে দেখতে পায়। ৬ই ডিসেম্বর সঞ্জয়ের লাশ
ময়না তদন্তের শেষে নিজ বাড়ীতে এনে তাকে মুখাগন্নি
করা হয়। এদিকে সঞ্জয়ের মৃত্যুর জন্য তার প্রেমিকা কলেজ
ছাত্রী নুপুকে আটক করে জেল-হাজতে প্রেরন করা হয়েছে ।
Leave a Reply