মেহেদী হাসানঃ
জামালপুর সদর উপজেলার ৯ নং রানাগাছা ইউনিয়নের ১,২ ও ৩ নং ওর্য়াডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৬ জুলাই) বিকালে কানিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
রানাগাছা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ছামছুন নাহার রুমা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রানাগাছা ইউনিয়নের চেয়ারম্যান ও জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল জলিল।
ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা।
রানাগাছা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের যুগ্ম- আহ্বায়ক কামরুন নাহার কাজল এর সঞ্চালনায়
প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন রিপা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রাজ্জাক,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল,রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফজলুল হক,সাধারণ সম্পাদক ফারুক হোসেন শাহীন,১ নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোঃ কাদের,সাধারণ সম্পাদক আলিমুর রাজী মুরাদ,২নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি মাহতাব হোসেন নয়ন, সাধারণ সম্পাদক ইয়া হিয়া মিছিল,৩ নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি ছারোয়ার জাহান,সাধারণ সম্পাদক ডাঃ আশরাফ হোসেন প্রমূখ।
সদর উপজেলা মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা বলেন, আওয়ামী রাজনীতি সাথে মহিলা আওয়ামী লীগ জড়িত। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের সংগঠন। সেই সংগঠনের একটা অংশ হচ্ছে মহিলা লীগ। মহিলা লীগ যে কোন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সেই সাথে আওয়ামী লীগের সহযোগি সংগঠন হিসেবে সুন্দর ভাবে কাজ করে যাচ্ছে মহিলা আওয়ামী লীগ।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে পুরুষের সাথে মহিলারাও সমান ভাবে ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। দলীয় প্রার্থীকে বিজয়ী করতে প্রতিটি নির্বাচনে নারীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। রানাগাছা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ উর্বর ভূমিতে পরিনত হয়েছে। শক্তিশালী হয়েছে মহিলা আওয়ামী লীগের সংগঠন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলাদের জন্য বিভিন্ন প্রকার ভাতা সহ সুযোগ সুবিধা প্রদান করছেন।
রানাগাছা ইউনিয়নের অন্তর্গত ১,২ ও ৩ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যে দিয়ে আরো শক্তিশালী হবে সাংগঠনিক কার্যক্রম। ওয়ার্ডগুলোর ত্রি-বার্ষিক সম্মেলননে মহিলা লীগ রানাগাছার নেতৃত্বে গণজোয়ার সৃষ্টি করেছে। পুরুষের পাশাপাশি মহিলা রাজনীতিতে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। মহিলা লীগের সাংগঠনিক কার্যক্রম সুন্দর ভাবে পরিচালিত করতে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ সহ ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply