1. haimcharbarta2019@gmail.com : haimchar :
রাজশাহীতে বিশ্ব বসতি দিবস-২০২৩ উদযাপন - হাইমচর বার্তা
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০১:৩৩ অপরাহ্ন

রাজশাহীতে বিশ্ব বসতি দিবস-২০২৩ উদযাপন

  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৬৬ Time View

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী ঃ “স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি” প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবস-২০২৩ উপলক্ষে রাজশাহীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর (সোমবার) সকাল ১০ টায় রিয়েল এস্টেট এন্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনের (রিডা) সার্বিক সহযোগিতায় রাজশাহী বিভাগীয় প্রশাসন ও রাজশাহী উন্নয়ন কতৃপক্ষ উক্ত দিবস পালন করেন।
দিবসটি উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনার অফিস চত্ত্বর থেকে একটি বিশাল প্রচার র‍্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান জিয়াউল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জ ডিআইজি আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার), রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন, রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মিছবাহ উদ্দিন ও বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান প্রফেসর ড. কামারুজ্জামান।
এছাড়াও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, রিয়েল এস্টেট এন্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনের (রিডা) সভাপতি কাজী মিজানুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য আজ বিশ্ব বসতি দিবস-২০২৩। ১৯৮৬ সাল থেকে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার পালন করা হয় বিশ্ব বসতি দিবস বা ওয়ার্ল্ড হ্যাবিট্যাট ডে।
১৯৮৫ সালে ইউনেস্কো অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে ঘোঘণা করে, তার পরের বছর থেকেই বিশ্বব্যপী পালন হয়ে আসছে দিবসটি। প্রতিবছরই ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস। প্রথম বারের প্রতিপাদ্য ছিলো, ‘বাসস্থান আমার অধিকার’। আর এবছরের প্রতিপাদ্য হলো, ‘স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews