1. haimcharbarta2019@gmail.com : haimchar :
রাজশাহীতে উদযাপিত হলো বিজ্ঞান প্রকল্প ও দেয়ালিকা প্রদর্শনী - হাইমচর বার্তা
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে ইএসডি ও এএলপি প্রকল্পের উদ্যোগে চাকুরী মেলা অনুষ্ঠিত সাবেক আইজিপি ড. জাবেদ পাটওয়ারী কে পূনরায় সৌদি আরব বাংলাদেশ রাষ্ট্রদূত নিয়োগ ফরিদগঞ্জে নির্বাচনে যাবেন না বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী এম মাহবুবুর রহমান ভূঁইয়া হাইমচরের ঈশানবালা এমজেএস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান কে ফুলের শুভেচ্ছা চাঁদপুর – ৩ আসনে ডাঃ দীপু মনি’র মনোনয়ন দাখিল রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনে আইটেক দিবস উদযাপন সাপ্তাহিক চাঁদপুর কাগজ প্রতিকূলের মধ্যেও নিয়মিত প্রকাশ হচ্ছে …সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী রাজশাহী সদর আসনে মনোনয়ন তুললেন জাসদ নেতা শিবলী চাঁদপুর জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত জামালপুরে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

রাজশাহীতে উদযাপিত হলো বিজ্ঞান প্রকল্প ও দেয়ালিকা প্রদর্শনী

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৪২ Time View

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী :
প্রতি বছরের মতো এবারও রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আয়োজিত হলো দিনব্যাপী বিজ্ঞান প্রকল্প ও দেয়ালিকা প্রদর্শনী। বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী চলে এ প্রদর্শনী।

এবার প্রদর্শনীতে চারটি হাউজ (পদ্মা, যমুনা, ধরলা ও তিস্তা) অংশগ্রহন করে। প্রতিটি হাউজের আলাদা আলাদা দেয়ালিকা ও বিজ্ঞান প্রদর্শনী ছিলো। হাউজগুলোর হাউজ মাস্টারের নেতৃত্বে শিক্ষার্থীরা ব্যাপক আগ্রহ ও উদ্দীপনায় দেয়ালিকা ও বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহন করে। দেয়ালিকাগুলোয় ফুটে উঠেছে তাদের বিকশিত চিন্তা ভাবনার সুশৃঙ্খল উপস্থাপন। সব হাউজ মিলে প্রায় ৬০টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করে। বিজ্ঞান প্রদর্শনীতে আগামীর পৃথিবীর সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বৈচিত্রপূর্ণ সব উপস্থাপনা ছিলো।

এই প্রদর্শনীতে সব থেকে বড়ো যায়গা জুড়ে ছিলো ‘একটি বাড়ি একটি খামার, শেখ হাসিনার অঙ্গিকার’ শিরোনামে খামার বাড়ির বাস্তব উপস্থাপন। স্কুল আঙিনায় যেন হয়ে উঠেছে এক টুকরো গ্রামের আদর্শ খামার বাড়ি। কৌতুহলী শহুরে শিক্ষার্থীরা মুগ্ধ নয়নে দেখছিলো এই প্রদর্শনী। একটি বাড়ি একটি খামার প্রকল্পে প্রাথমিক জরিপের ভিত্তিতে
গ্রামের দরিদ্র মানুষের জন্য সমবায় ভিত্তিক ‘গ্রাম উন্নয়ন সংগঠন’ সৃষ্টি করে সদস্যদের দক্ষতাবৃদ্ধিমূলক বিভিন্ন প্রশিক্ষণ সাথে দরিদ্রদের মধ্যে দুগ্ধবতী গাভি, মৎস্য, হাঁস-মুরগি ও ফসলের বীজ বিতরণ করা হয়। ভবিষৎ গ্রাম বাংলার উন্নয়নে আদর্শ মডেলটি ছিলো বেশ কৌতুহলদ্দীপক।

‘Organic Village’ নামে একটি চমৎকার বিজ্ঞান প্রদর্শনী করা হয় যেখানে দেখানো হয়েছে কীটনাশক ও বালাইনাশক ছাড়া কীভাবে ফসল উৎপাদন করা যায় তার সুন্দর বাস্তব ভিত্তিক উপস্থাপন ছিলো। বর্তমান বাংলাদেশ তথা পুরো বিশ্বে বালাইনাশক ছাড়া ফসল উৎপাদনের জোর দেওয়া হচ্ছে সেটিই বাস্তব মডেলে উপস্থাপন করে দেখানো হয়।

‘An Ideal City’ নামে আধুনিক ও পরিবেশবান্ধ শহরের মডেল উপস্থাপনা করা হয়। ভবিষ্যৎ বাংলাদেশের শহরগুলো কীভাবে গ্রিন অ্যানার্জি ব্যবহার করে শক্তির ব্যবহারে জীবাশ্ম জ্বালানীর ওপর চাপ কমাবে সেটি দেখানো হয়। তাছাড়া শহরের কমিউনিটি স্পেসে বাচ্চারা খেলার যায়গা সাঁতার সহ বিভিন্ন রকম সুযোগ নিয়ে বেড়ে উঠবে তার উদ্ভাবনী উপস্থাপনা ছিলো এই প্রদর্শনীতে।

আরো উল্লেখযোগ্য বিজ্ঞান প্রদর্শনীর মধ্য ছিলো সৌর শক্তির ব্যবহার নিয়ে বিস্তৃত ও নতুন যায়গায় ব্যবহারের মডেল। পানির অপচয় রোধে কৃত্রিম বুদ্ধির সাহায্যে পানির মোটর অন-অফ সিস্টেম। বৈশ্বিক উষ্ণায়ন রোধে বৈচিত্রপূর্ণ উপস্থাপনা।
দেয়ালিকাগুলোয় শিক্ষার্থীরা তাদের সৃজনশীল চিন্তার মমতপূর্ণ উপস্থাপন করেছে লেখা ও আঁকার মাধ্যমে। যমুনা হাউজের দেয়ালিকের বিষয় ছিলো ‘কালান্তর’ । সেখানে দেখানো হয়েছে বাংলাদেশের অতীত ও বর্তমানের যে সামাজিক ও অর্থনৈতিক বিবর্তন তার যত্নপূর্ণ উপস্থাপন। রঙ-তুলি ও লেখার মাধ্যমে কল্পনার অন্যন্য লেপন দেখা যায় এই দেয়ালিকায়।

পদ্মা হাউজ ‘রাজশাহী একাল-সেকাল’ নিয়ে রাজশাহীর ম্যাপের মাঝে দেয়ালিকায় উপস্থাপন করেছে ঐতিহ্যবাহী শহরের বিবর্তন ও বর্তমান রূপ। তিস্তা হাউজ ‘অনুপমে অমাবস্যা’ নামে বাংলাদেশের প্রকৃতির সুন্দর রূপ ও বর্তমানে বাড়তে থাকা কলখারানার
ধোঁয়া ও পরিবেশ দূষণের ফলে সৃষ্ট সমস্যাকে নান্দনিক উপায়ে ফুটিয়ে তুলেছে তাদের দেয়ালিকায়।

‘রীতি’ নামের দেয়ালিকা নিয়ে প্রদর্শনীতে উপস্থিত ছিলো ধরলা হাউজ। এই দেয়ালিকায় স্মার্ট বাংলাদেশের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশের অসাধারণ উপস্থাপনা এ দেয়ালিকাটি আলাদাভাব নজরে
এসেছে।

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সম্মানিত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক মেলা পরিদর্শন শেষে বলেন। “শিক্ষার্থীদের বৈচিত্রপূর্ণ জ্ঞান অন্বেষী করে তোলার চেষ্টায় রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সারা বছর জুড়েই যে বিভিন্ন সহপাঠ্যিক কার্যক্রম পরিচালনা করে এই প্রদর্শনী সেগুলোর মাঝে উল্লেখযোগ্য। এই প্রদর্শনী আমি আসতে পেরে নিজেকে গৌরবান্বিত বোধ করছি।”

কোমলমতি শিক্ষার্থীদের বিজ্ঞান প্রদর্শনী ও দেয়ালিকা পরিদর্শন শেষে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল রেজাউল করিম বলেন, “শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমের বাইরে এমন সৃজনশীল কাজগুলো ভবিষ্যতে নিজদের অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করতে সহায়তা করবে। রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ শিক্ষার্থীদের বরাবরই যে বাস্তব জ্ঞানের সাথে পরিচয় করিয়ে দিতে চেষ্টা করে এই আয়োজন সেগুলোরই একটা তাৎপর্যপূর্ণ উদাহরণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews