বিশেষ প্রতিনিধি :: রাজধানীর মোহাম্মদপুরের বছিলা রোডের স্বপ্নধরা এলাকা’ ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারেই বসে কয়েকজন পরিকল্পনা করছিলো কীভাবে টুঙ্গিপাড়ার কৃষিব্যাংক কিংবা মোকসেদপুরের মন্দিরে ডাকাতি করা যায়। কিন্তু সে পরিকল্পানায় গুড়ে বালি দিলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ। দেশি অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে ০৪ ডাকাতকে।
গোয়েন্দা (ডিবি) পুলিশের চলমান অভিযানে দেশী অস্ত্র-শস্ত্র সহ গ্রেফতারকৃত আসামীরা হলো যথাক্রমে- ১/ মোঃ ইব্রাহীম চৌধুরী, ২/ মোঃ লোকমান হাকিম, ৩/ মোঃ রিপন খান, ৫/ মোঃ মাহবুব মিয়া ওরফে মাবুদ মিয়া।
গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেয়া ডিএমপির ডিবি তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহাদত হোসেন সূমা, বিপিএম গণমাধ্যম-কে জানান, গতকাল শনিবার (৫ মার্চ) ২০২২ ইং মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালীন সংবাদ আসে মোহাম্মদপুরের বছিলা রোডের স্বপ্নধরা এলাকায় কয়েকজন লোক ডাকাতির পরিকল্পনা করছে।
এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযানে নামে পুলিশ। রাত তখন সোয়া নয়টা। গোয়েন্দা পুলিশের উপস্থিতি বুঝে কয়েকজন লোক পালানোর জন্য দৌঁড় দিলে ইব্রাহীম, লোকমান, রিপন ও মাহবুব নামের চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১-টি চাপাতি, ২-টি লোহার ছোরা ও ৪-টি ভিন্ন মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞেসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে এই গোয়েন্দা পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত আসামীরা টুঙ্গিপাড়ার কৃষিব্যাংক ও মোকসেদপুর মন্দিরে ডাকাতির পরিকল্পনা করছিলো। কিন্তু ডাকাতি সংঘটিত হবার আগেই আমরা তাদের সে পরিকল্পনা ভেস্তে দিয়েছি। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে রিপন ছিলো উত্তরা পশ্চিম থানার বাস ডাকাতির আসামী।
এ ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই গোয়েন্দা পুলিশ কর্মকর্তা। আজ রবিবার (০৬ মার্চ) ২০২২ ইং তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
Leave a Reply