বিশেষ প্রতিনিধি।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট হাইমচর উপজেলার ফাইনাল খেলায় আলগী উত্তর ইউনিয়ন একাদশকে ১- ০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চরভৈরবী ইউপি একাদশ।
হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ৬ ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ শেষে ১৭ মে মঙ্গলবার হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় অংশ নেয় আলগী উত্তর ইউনিয়ন একাদশ ও চরভৈরবী একাদশ, খেলায় চরভৈরবী একাদশ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ পূর্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী এর সভাপতিত্বে ও আলগী উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন হাইমচর উপজেলায় তরুন ও যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধকরণ এর লক্ষ্যে উপজেলা পরিষদের পক্ষ হতে সব সময় ক্রীড়া সামগ্রী দিয়ে সহযোগিতা করা হয়, যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে সকল ধরনের সহায়তা দেয়া হবে, যুব সমাজ হচ্ছে দেশের শক্তি, এরাই আনবে দেশের অর্থনৈতিক মুক্তি। খেলোয়াড়দের উদ্দেশ্য করে উপজেলা চেয়ারম্যান আরো বলেন সহসাই উপজেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজন করা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশমার ভুমি আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি সাবেক চেয়ারম্যান এম এ বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ চোকদার, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, সিনিয়র সহ সভাপতি আঃ রহমান রিয়াদ, সহ সভাপতি বিএম ইসমাইল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ১ নং গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠনের কর্মকর্তা বৃন্দ ।
Leave a Reply