টঙ্গী গাজীপুর প্রতিনিধি : টঙ্গীতে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার টঙ্গী পাইলট স্কুল এণ্ড গালর্স কলেজ মাঠে টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়েশা আক্তার আশার সভাপতিত্বে এবং ৫৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ ইসমাইল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী, আউচপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় কমিটির সভাপতি সরকার নজরুল ইসলাম বিপ্লব, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেব লীগের সদস্য, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ প্রার্থী মামুনুর রশিদ মামুন মোল্লা, টঙ্গীস্থ বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ পরিষদের সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিব্বির, যুবলীগ নেতা ইব্রাহিম চৌধুরী, মোস্তাফিজুর রহমান, সিমান্ত খোকন, নাহিদ আহম্মেদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী সালেয়া বেগম, কহিনুর আক্তার, তাসলিমা বেগম, নাহিদা পারভিন, রাশিদা বেগম, সালামা আক্তার, নুননাহার মনি, সুরিয়া বেগম প্রমুখ। আলোচনা সবারে শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
Leave a Reply