জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে বালিবাহী ট্রাকের দুই চালক ও তিন শ্রমিককে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা।
রোববার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ফেরিঘাট এলাকায় এ বিক্ষোভ করে তারা। এসময় প্রায় দুই ঘন্টা এই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে উত্তোলিত বালি পরিবহনের অপরাধে শনিবার শরিফপুর ইউনিয়নের বানার এলাকা থেকে দুইজন ট্রাক চালক ও তিনজন শ্রমিককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনায় শ্রমিকরা রোববার রাস্তায় নামে। খবর পেয়ে জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু ঘটনাস্থলে পৌঁছে আলোচনা সাপেক্ষে শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারী শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।
Leave a Reply