হাইমচর প্রতিনিধিঃ
হাইমচর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ শনিবার বিকাল ৪ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ন কবির প্রধানীয়ার সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মুনছুর পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী।
তিনি বলেন, বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পরাধীনতার শৃঙ্খল ভেঙে এই কাঙ্খিত স্বাধীনতা অর্জন করে এবং বিশ্বের মানচিত্রে জন্ম লাভ করে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র। এই দিনটি বাঙালি জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতি অংশগ্রহণ করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবে রুপান্তরিত হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ-সভাপতি এম বাশার, প্রচার সম্পাদক মোঃ মুনসুর পাটওয়ারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান গাজী, ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মেদ আলী রাজা পাটওয়ারী, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী উপজেলা, আওয়ামী মৎস্য জীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ দর্জি, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সোবহান সরদার সহ আওয়ামী লীগের এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply