জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদর উপজেলার কেন্দুয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল সমর্থক গোষ্ঠীর আয়োজনে মরহুম সিরাজুল ইসলাম খান ছোট মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২ খেলা শুরু হয়েছে।
আজ শুক্রবার (১৭ জুন) বিকালে কেন্দুয়া ইউনিয়নের বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
মরহুম সিরাজুল ইসলাম খান ছোট মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।
মোখলেছুর রহমান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান (সোহেল)।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শেখ ফখরুল আলম লিটু, কেন্দুয়া বাজারের ইজারাদার শেখ ফখরুল ইসলাম পিন্টু,আওয়ামী লীগ নেতা মাসুদ রানা টিক্কি, কেন্দুয়া ইউনিয়ন যুব লীগের সভাপতি মুরাদ হোসেন তরফদার, সাধারণ সম্পাদক ও মেম্বার মোতালেব হোসেন, রিংকু খান, সোলায়মান কবির জনি প্রমূখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন। যার ফলে ক্রিকেট-ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং হচ্ছে।
বক্তারা আরও বলেন, মরহুম সিরাজুল ইসলাম খান (ছোট মাষ্টার) ফুটবল টুর্নামেন্ট গ্রাম-গঞ্জ সহ শহরেও একটা ব্যাপক সাড়া সৃষ্টি করেছে। খেলাধুলায় সম্পৃক্ত হওয়ায় আমাদের সন্তানরা বিপদগামী না হয়ে সঠিক পথের দিশা পাচ্ছে। এজন্য সাইফুল ইসলাম খান সোহেল সমর্থক গোষ্ঠী প্রসংশার দাবিদার।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান (সোহেল) বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা করা খুবই প্রয়োজন। খেলার মাঠে জাতীয় চরিত্র গড়ে ওঠে। খেলাধুলা চর্চার সঙ্গে জড়িত থাকলে কোন যুবক অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হতে পারেনা। তাই তিনি সকলকে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি ও খেলাধুলার চর্চা করার জন্য উৎসাহ দেন। সেই সাথে কেন্দুয়া ইউনিয়নে সকল খেলাধুলা সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সাইফুল ইসলাম খান সোহেল সমর্থক গোষ্ঠীর স্বেচ্ছাসেবক দল এর অক্লান্ত প্রচেষ্টায় প্রায় ৩ সহস্রাধিক দর্শকের উপস্থিতিতে উদ্বোধনী দিনে শেরপুর বনাম জামালপুর জেলার খেলা অনুষ্ঠিত হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: রাহাত আইটি লিঃ
Leave a Reply