মোঃ ইসমাইলঃ
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ৫ নং উত্তর উপাদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড উপাদি গ্রামের জমজমিয়া খালের উপর নির্মিত ব্রিজ ঘূর্ণিঝড় মিধিলি কারনে খালে পানি বৃদ্ধি পেয়ে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। খালে পানির স্রোত বেড়ে গিয়ে ব্রিজটি ধসে পড়ার উপক্রম দেখা দিয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায়, ব্রিজের উপরে এক সাইটে ফাঁটল হয়ে এক দিকে হেলে গেছে। অপর দিকে ব্রিজের নিচে ও পাশের মাটি ফাটল ধরে খালে ধসে পড়ছে। এতে করে ব্রিজটি ঝুকিপূর্ণ হয়ে পরেছে।
এ বিষয়ে ৫ নং উত্তর উপাদি ইউনিয়ন চেয়ারম্যান মানবতার মোঃ শহিদুল্লাহ প্রধান বলেন, খবর পেয়ে আমি সরেজমিন এসে দেখি যে শুক্রবার ঘুর্ণিঝড় হওয়া খালে ও বিলে পানি বেড়ে গিয়ে পানি গতি বৃদ্ধি পায়। পানির প্রবল স্রোতের সাথে কচুরিপানা ব্রিজের পিলার সহ সাইটে চাপ সৃষ্টি করে। এতে ব্রিজটির সাইট ভেঙ্গে যায়।
তাৎক্ষণিক সোমবার সকালে আমি ১০-১৫ জন শ্রমিক নিয়ে কচুরিপানা অপসারণ করতে শ্রমিকদের কাজে আনি। ব্রিজটি চলাচলের উপযোগী করে ঝুকি মুক্ত করতে, কচুরিপানা অপসারণ করলে পানির স্রোত কমে যাবে। তখন ঝুকি থেকে ব্রিজটি কিছুটা হলে রক্ষা পাবে। এ বিষয়ে আমি ইঞ্জিনিয়ার কে অবগত করেছি। তবে পানির স্রোতের কারনে ব্রিজের পাশের সাপোর্ট মাটি গুলিও ফাটল ধরেছে। বিগত ৮-১০ বছর পূর্বে সরকারি ভাবে এল জিইডি আওতায় প্রায় ৫০ লাখ টাকা বরাদ্দ করে ব্রিজটি নির্মাণ করা হয়,
বর্তমানে সাময়িক ভাবে যান চলাচল হলেও, ব্রিজটি মেরামতের দাবি করেন ইউনিয়ন বাসি।
Leave a Reply