মতলব প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন থানা পুলিশ । গত ৩১ জুলাই রবিবার মতলব দক্ষিণ থানার এসআই মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় সঙ্গীয় ফোর্সের সহায়তায় মতলব দক্ষিণ থানাধীন নায়েরগাঁও ইউপির পাঁচঘরিয়া এলাকার চাঁদপুর-গৌরীপুর-পেন্নাই সড়ক থেকে মোঃ কামাল হোসেন (৪২) ও বিল্লাল হোসেন (৩৪)কে আটক করে। মাদক কারবারীদের স্থানীয় বাড়ি ঠিকানা চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায়।
এ ব্যাপারে মতলব দক্ষিণ থানায় মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আটক দুজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।