1. haimcharbarta2019@gmail.com : haimchar :
মতলব দক্ষিণে হতদরিদ্র জেলেদের মাঝে বাছুর বিতরণ - হাইমচর বার্তা
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০২:০২ অপরাহ্ন

মতলব দক্ষিণে হতদরিদ্র জেলেদের মাঝে বাছুর বিতরণ

  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৭৫ Time View

ইমরান নাজির: চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলায় প্রান্তিক জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরুর বাকনা বাছুর বিতরণ করা হয়েছে। ২৯ এপ্রিল শুক্রবার বিকেল ৩ টায় উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ২০২১-২০২২ অর্থবছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা” প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ জেলের মাঝে উক্ত গরুর বাছুর বিতরণ করা হয়।

মতলব দক্ষিণ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল। উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মতলব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী প্রধান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাখায়াত হোসেন, উপকারভোগী জেলে লোকনাথ বর্মনসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মতলব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, নায়েরগাঁও দক্ষিণ ইউ’পি চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা (মামুন), চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন (রিপন) মীর, উপাদি দক্ষিন ইউ’পি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, মৎস্যজীবী সমিতির প্রতিনিধি, জনপ্রতিনিধি, সুফলভোগী গ্রুপ এবং বিভিন্ন মিডিয়ার সংবাদমাধ্যম কর্মীবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews