1. haimcharbarta2019@gmail.com : haimchar :
মতলব দক্ষিণে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সভা। - হাইমচর বার্তা
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০১:২২ অপরাহ্ন

মতলব দক্ষিণে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সভা।

  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৮৫ Time View

মতলব প্রতিনিধিঃ
অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) বিকালে মতলব কচিকাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক এবং ভয়েজ ফর জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্টের সভাপতি আফতাব চৌধুরী সুমন।

সংগঠনটির প্রধান সমন্বয়ক আক্তার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর মতলব প্রতিনিধি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আমির খসরু প্রধান।

গোলাম সারওয়ার সেলিম, রোকনুজ্জামান রোকন, বর্তমান সভাপতি নিমাই চন্দ্র ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ফজলে রাব্বি ইয়ামিন, মাহফুজ মল্লিক, বর্তমান সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির, নারায়নপুর প্রেসক্লাবের সভাপতি আরিফ বিল্লাল।

সনক আবৃত্তি সংসদের সভাপতি সাইদুল আরেফিন শ্যামল, নারায়নপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, মতলব প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সোবহান ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন দেওয়ান প্রমুখ।

এ সময় মতলব প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, সাবেক কোষাধ্যক্ষ পলাশ রায়, সাবেক ক্রীড়া সম্পাদক মোদাচ্ছের হোসেন পাটোয়ারী, সদস্য সমীর ভট্টাচার্য বলুসহ মন্তব্য দক্ষিণ উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রিক এবং নিবন্ধিত অনলাইন পত্রিকার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আত্মপ্রকাশ হতে যাওয়া সংগঠনটির গঠনতন্ত্র এবং নির্বাচন পদ্ধতিসহ গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews