ইমরান নাজির : চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ পাকিস্তানী শফিক (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ১৮ এপ্রিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়ার নির্দেশে থানার এসআই আবুল ফজল সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব পৌরসভার বরদিয়া আড়ং বাজারের বালুর মাঠ থেকে পাকিস্তানী শফিককে ২৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আটক মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply