নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে মাঠ কর্মী হিসেবে কর্মরত কামাল হোসেন খান তিনি সরকারী কর্মচারী হয়েও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দিনের পর দিন সাংবাদিকতা করে যাচ্ছেন। এর পূর্বে কামাল খানের বিরুদ্ধে একাধীকবার সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর অভিযোগ করা হয়, তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত হয় কিন্তু রিপোর্ট আলোর মুখ দেখেনি। কামাল হোসেন খান চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর প্রবাহ, ঢাকা থেকে প্রকাশিত যায়যায়দিন, অনলাইন প্রেস নিউজ, স্টার সংবাদে কর্মরত রয়েছে। পুরো উপজেলা জু্ড়ে কামাল খান দাপুটের সহিত সাংবাদিকতা করে যাচ্ছেন; স্থানীয় প্রশাসন দেখেও না দেখার ভান করছে। এতে স্থানীয় সাংবাদকর্মীদের মাঝে এ নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে।
স্থানীয়রা জানান, সরকারের কাছ থেকে মাস শেষে বেতন গ্রহণ করেন কামাল। কিন্তু দায়িত্ব পালনের সময় সংবাদ সংগ্রহে ব্যস্ত সময় পার করেন তিনি। কামাল খানের স্ত্রীও ব্যাসদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছে। স্বামী ও স্ত্রী উভয়ই সরকারী বেতনভুক্ত কর্মচারী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, বিষয়টি শুনেছি। উর্ধ্বত্তন কর্মকর্তাকে বিষয়টি অবগত করবো।