মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডে পুনরায় নির্বাচিত ইউপি সদস্য ইউসুফ হাজরার ইউপি সদস্য পদ শূন্য ঘোষণা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। গত ১ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৫ (১) (গ) ধারা মোতাবেক ৫ নং উপাধি উত্তর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদ শূন্য হওয়ায় একই আইনের উপধারার ক্ষমতাবলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ইউপি সদস্য ইউসুফ হাজরার পদ গত ২৩ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে শূন্য ঘোষণা করে সাধারন জনগনের জ্ঞাতার্থে বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
জানা যায়, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে গত ২৮ নভেম্বর মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২৭ ডিসেম্বর গেজেট প্রকাশিত হয়। গেজেট প্রকাশিত হওয়ার পর ২০২২ সালের ১২ জানুয়ারি উপজেলা মিলনায়তনে ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাহমিদা হক। শপথ বাক্য অনুষ্ঠানে পুনরায় নির্বাচিত ইউপি সদস্য ইউসুফ হাজরা উপস্থিত ছিলেন না।
খোঁজ নিয়ে জানা যায়, ইউপি সদস্য ইউসুফ হাজরা শপথ গ্রহণের নির্ধারিত দিনে অনুপস্থিত ছিলেন এবং গেজেট প্রকাশ হওয়ার ৩০ দিনের মধ্যে সরকার নির্ধারিত উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মুখে শপথ গ্রহণের জন্য উপস্থিত হননি।
Leave a Reply