শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাহে রমজান মাস উপলক্ষে ২নং ভূনবীর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়, গরিব,দারিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(৩১মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার ভূনবীর চৌমুহনী বাজারে প্রায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে খেজুর, ছোলা,চাল, চিনি,তেল,সেমাই,পেয়াঁজ ও ইফতারি ক্যালেন্ডার।
এসময় ইফতার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভূনবীর চৌমুহনী জামেমসজিদ এর সভাপতি মো: বারিক মিয়া,সৌদি প্রবাসী মো: সাহেদ আলী,মো. খালিক মিয়া, লাল মিয়া, কবির মিয়া,সন্জব মিয়া,সোনাই মিয়া প্রমুখ ব্যাক্তি।
এসময় উপস্থিত বক্তারা বলেন ভুনবীর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থা একটি সেবামূলক সংগঠন।সমাজের অসহায় মানুষের মাঝে ত্রাণ, ইফতার বিতরণ করা এবং অসহায় মানুষদের সাহায্য করাই এই সংগঠনের মূল লক্ষ্য। তারা আরও বলেন করোনার এই কঠিন সময়ে আমরা দেখেছি সংগঠনটি বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনার এই কঠিন সময়ে গরীব অসহায় মানুষেরা বিপদের মধ্যে ছিল । তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু আমরা যা পারিনি এই সংগঠন তা করে দেখিয়েছে। সবাই এই সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং শুভ কামনা জানান।
পরে সংগঠনের সদস্যদের দীর্ঘায়ুকামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply