আনিছুর রহমান সুজন।
ফরিদগঞ্জ উপজেলায় বজ্রপাতে মো. তারেকুল ইসলাম রুবেল (২৬) নামের যুবকের মৃত্যু হয়েছে। রুবেলের মৃত্যুর খবর পেয়ে ছোট ভাই মো. মো. সোহেল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
ঈদ আনন্দের পরদিন সকালে এমন বিষাদের ছায়া নেমে আসবে কে জনতো?
ঘটনাটি ফরিদগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাচিয়ারা গ্রামের অলী ডাক্তার বাড়ীতে ঘটে।
মৃত মো. সোহেল হোসেন ও মো. তারেকুল ইসলাম রুবেল হোসেন ওই বাড়ির মৃত বিল্লাল হোসেনের ছেলে।
পরিবারের দাবী, তারেকুল ইসলাম রুবেল বজ্রপাতে মারা যান। কিন্তু পুলিশ বলছে এটা অস্বাভাবিক মৃতু।
পুলিশ ময়নাতদন্তের জন্য বড় ভাই রুবেলের মৃতদেহ মর্গে প্রেরণ করেন। এদিকে ছোট ভাই সোহেল হোসেনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।
পরিবার ও এলাকাবাসী বড় ভাই রুবেলের মৃতদেহ ফিরত নিতে থানায় ভিড় করতে দেখা যায়।
ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শহীদ হোসেন জানান, তাদের মা জেসমিন আক্তারের কাছে ছোট ছেলে সোহেলের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। বড় ছেলের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
Leave a Reply