1. haimcharbarta2019@gmail.com : haimchar :
বেদানা লিচু রপ্তানির ঘোষণা দেন জেলা প্রশাসক শাকিল আহমেদ - হাইমচর বার্তা
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০২:০৯ অপরাহ্ন

বেদানা লিচু রপ্তানির ঘোষণা দেন জেলা প্রশাসক শাকিল আহমেদ

  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১০৮ Time View

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- প্রথমবারের মতো রপ্তানি হচ্ছে দিনাজপুরের লিচু। ইউরোপের দেশ ফ্রান্সে দিনাজপুরের ঐতিহ্যবাহী বেদানা লিচু পাঠানোর মাধ্যমেই দরজা খুললো দিনাজপুরের লিচুর রপ্তানির। ফ্রান্সের প্রাইম এশিয়া কোম্পানি আমদানি করছে এ লিচু।

সোমবার বিকালে জেলা প্রশাাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাকিল আহমেদ আনুষ্ঠানিক ভাবে লিচু রপ্তানির ঘোষণা দেন।

দিনাজপুরের কৃষি বিভাগ বলছে, প্রথম চালানে তিনশ কেজি লিচু যাচ্ছে ফ্রান্সে। রপ্তানির জন্য বেছে নেওয়া হয়েছে দিনাজপুরের সদর এবং বিরল উপজেলার বেদানা লিচু।

এ বিষয়ে বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান, বেদানা লিচুর প্রথম চালান যাচ্ছে বিরল উপজেলা থেকে। উপজেলার চকভবানি গ্রামের আফজাল হোসেনের বাগান থেকে যাচ্ছে লিচুর প্রথম চালান। বেদনা লিচু স্বাদে, গন্ধে, রসে ও মিষ্টতায় ‘বেদানা লিচু’ অতুলনীয়।যেকোনো লিচুর চেয়ে বেদানা লিচুর মিষ্টতা ও শাঁসের পরিমাণ সবচেয়ে বেশি। আকারে গোলাকার, এ লিচুর রঙ গোলাপি, এর বীজ ছোট, রসালো। খোসা পাতলা। অনন্য এসব বৈশিষ্ট্যের কারণে বেদানা লিচুর জনপ্রিয়তা ও চাহিদা দেশের সর্বত্র।

লিচুর বাগান মালিক আফজাল হোসেন জানান, তিনি লিচু রপ্তানির জন্য বাগানে জৈব সার ব্যবহার করা হয়েছে । কোন প্রকার কীটনাশক ব্যবহার করেননি। লিচুর রপ্তানির ফলে লিচু চাষী এবং দেশের জন্য লাভজনক। লিচু রপ্তানির বিষয়টি যেন অব্যাহত থাকে।

জেলা প্রশাসক শাকিল আহমেদ জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে দিনাজপুরের ব্র্যান্ডিং ফল লিচু রপ্তানির উদ্যোগ নেওয়া হয়। নিরলস পরিশ্রমের ফলে আজ প্রথমবারের মতো থেকে লিচু রপ্তানি সম্ভব হল। দিনাজপুরের বিভিন্ন জাতের লিচু চাষ হয। কিন্তু দিনাজপুরের ঐতিহ্য বেদানা লিচু।

এদিকে প্রথম পর্যায়ে ৩০০ কেজি বেদনা ও দ্বিতীয় পর্যায়ে ১০ হাজার কেজি বেদানা ও চায়না থ্রি লিচু রপ্তানি হবে। ফ্রান্সের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশেও লিচু রপ্তানির লক্ষ্যে কাজ করছে জেলা প্রশাসন। জেলায় এ বছর সাড়ে পাঁচ হাজার হেক্টর লিচুর চাষ হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews