মেহেদী হাসান জামালপুরঃ
জামালপুর জেলা যুব লীগের উদ্যোগে দেশ বিরোধী বিএনপি-জামাতের নৈরাজ্য, তান্ডব ও পুলিশের উপর হামলার প্রতিবাদে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকালে জেলা যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল ইসলাম খোকন এর নেতৃত্বে শহরের বকুলতলা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে তা দয়াময়ী মোড়ে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল ইসলাম খোকন এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ,জেলা যুব লীগের সহ-সভাপতি রিপন দাম,যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রশিদ পিপলু,সরিষাবাড়ি উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, মেলান্দহ উপজেলার সভাপতি ইব্রাহীম খলিলুল্লাহ প্রমূখ৷
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,আন্দোলনের নামে বিএনপি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। গত কয়েকদিনে বিভিন্ন স্থানে পুলিশ ও সাধারণ মানুষের ওপর হামলা করা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে বিএনপি। সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা বন্ধ না হলে রাজপথে প্রতিহত করা হবে।