1. haimcharbarta2019@gmail.com : haimchar :
বিএনপি-জামাত জোট সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা চালানো হয়- রেজাউল করিম হীরা - হাইমচর বার্তা
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০২:১৩ অপরাহ্ন

বিএনপি-জামাত জোট সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা চালানো হয়—– রেজাউল করিম হীরা

  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৬০ Time View

মেহেদী হাসানঃ
সাবেক ভূমিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আলহাজ্ব রেজাউল করিম হীরা বলেন, ২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। ২০০৪ সালের এ দিনে বিএনপি-জামাত জোট সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে বর্বরতম গ্রেনেড হামলা চালানো হয়। এ হামলার মূল লক্ষ্য ছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করা এবং আওয়ামী লীগ ও বাংলাদেশকে নেতৃত্বশূন্য করে হত্যা, ষড়যন্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনকে চিরস্থায়ী করা।’

সোমবার (২১ শে আগষ্ট) রাতে লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্র বিরোধী চক্র এখনও নানাভাবে সোচ্চার আছে। এই অপশক্তির যে কোনো অপতৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে সব সময় প্রস্তুত থাকতে হবে।

লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন আনু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহাম্মদ সালেহীন রেজা,সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন,জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু,সদস্য আজিজুর রহমান ডল, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তা, আফজাল হোসেন বিদ্যুৎ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ প্রমূখ।

এসময় সদর উপজেলা,৩ নং লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews