হাইমচর প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যান সমিতির হাইমচর উপজেলা শাখার আয়োজনে শিক্ষা সহায়ক ও কর্মচারী
কল্যান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার হাইমচর উপজেলার আলিফ সুপার মার্কেটের ২য় তলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যান সমিতির হাইমচর উপজেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদুল আলম এর পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, বিশেষ অতিথি হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া, হাইমচর প্রেসক্লাব সভাপতি ও চাঁদপুর জেলা পরিষদের সম্মানিত সদস্য পদপ্রার্থী মোঃ খুরশিদ আলম, হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আবু জাফর, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যান সমিতির চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন শেখ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যান সমিতির হাইমচর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন সরদারপ্রমুখ। এ সময় প্রধান অতিথি বক্তব্যে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী বলেন, আপনারা কোন আন্দোলন ও সংগ্রাম না গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বাস করে দেশের উন্নয়নে সহযোগিতা করেন। কোথাও সরকারের বিরুদ্ধে কোন অপপ্রচার লিপ্ত না হয়ে সরকারের উন্নয়নের কথা মানুষের কাছে পৌঁছে দিবেন। শিক্ষা মন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি’র কাছে আপনাদের কথা উপস্থাপন করেন ইন্নাশাল্লাহ আপনাদের সুফল পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় খেতে খাওয়া মানুষকে বেশী ভালবাসেন। আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আপনাদের দাবি উপস্থাপন করলে তিনি আপনাদের কথা বিবেচনা করবেন। মানুষ হিসেবে আপনাদের সম্মান পাবেন, কোথাও অসম্মান হবেন না।