স্টাফ রিপোর্টার : মতলব দক্ষিণ উপজেলার বহরী উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট বুধবার সকাল ১০ টায় উপজেলার বহরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবকদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মা সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, শিক্ষার মান উন্নয়নে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদক মুক্ত সমাজ গড়তে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, শিক্ষক বৃন্দ,অভিভাবক ও সুধীজন।