স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়নের বহরী উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার বিকাল ৩টায় উপজেলার বহরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েম সাবেক মহাপরিচালক প্রফেসর ড. মোঃ লোকমান হোসেন এসময় তিনি বলেন আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে এবং শিক্ষার আলো সর্বক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে এবং তিনি কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ কবির খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ ইকবাল খান, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ হান্নান খান, আলমগীর হোসেন বকাউল, ইঞ্জিনিয়ার জুয়েল হোসেন, আল মাহমুদ, ম্যানেজিং কমিটির সদস্য খোরশেদ আলম মৃধা,খোকন কবিরাজ, শেফালী বেগম, সহকারী প্রধান শিক্ষক মনির হোসেন, অজুন দে,আল আমিন, নূর মোহাম্মদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ কারি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়।