ইমরান নাজির:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বহরী উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন করা হয়েছে। রবিবার পহেলা জানুয়ারী সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন। শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে ব্যাপক উৎসাহ প্রকাশ করেছেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।