1. haimcharbarta2019@gmail.com : haimchar :
ফ্যামিলি কার্ডে" জামালপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু - হাইমচর বার্তা
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১২:২০ অপরাহ্ন

ফ্যামিলি কার্ডে” জামালপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু

  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৬৪ Time View

জামালপুর প্রতিনিধিঃ

সারদেশে এক কোটি নিম্ন আয়ের পরিবারের নিকট ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের অংশ হিসেবে জামালপুরে ২ লাখ ৩৩ হাজার ৭২৪ পরিবারের মাঝে পারিবারিক কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরশেন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রয় এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২০ মার্চ) সকালে জামালপুর পৌরসভার আয়োজনে শহরের পাথালিয়া গ্রামে এ পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়।

জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর সভাপতিত্বে টিসিবি এর পণ্য বিক্র‍য় এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোর্শেদা জামান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুকলেছুর রহমান, মহিলা কাউন্সিলর সাইদা আক্তার,জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম প্রমূখ।

জেলা প্রশাসক মোর্শেদা জামান জানান, প্রথম পর্যায়ে আজ থেকে জেলার ৭ উপজেলা, ৮ পৌরসভা এবং ৬৮ ইউনিয়ন পর্যায়ে বিক্রয় কায়ক্রম শুরু হবে। পারিবারিক কার্ডের মাধ্যমে প্রত্যেক পরিবারের নিকট ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল দেওয়া হবে। সর্বমোট ৪৬০ টাকার পণ্য প্যাকেজ হিসেবে বিক্রয় করা হবে। জামালপুর জেলার টিসিবির লাইসেন্সধারী মোট ৫৯ জন ডিলার এই বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন।

জেলা প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌরসভার মেয়রগণের নিয়ন্ত্রণ ও তদারকিতে এই বিক্রয় কার্যক্রমের সাথে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ সম্পৃক্ত রয়েছেন বলে জানান তিনি।

জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, করোনার সময়ে সুশৃঙ্খলভাবে জামালপুর পৌরসভায় যেভাবে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছি। সেভাবেই এই পৌরসভায় নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রধানমন্ত্রী নির্দেশিত নিম্ম আয়ের মানুষের নিকট ভর্তুতি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছতার সাথে সম্পাদনের লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতাও কামনা করেন তিনি ।

জামালপুর জেলার বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন সমূহে পর্যায়ক্রমে ২৪৪টি স্পটে এই বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews