ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জে ০৮জুন মঙ্গলবার ভোর রাত ৩ঃঘটিকার সময়ে এসআই(নিরস্ত্র)
মোঃনুরুল ইসলাম ও এসআই বরকত উল্লাহ, এএসআই/মোঃনাইম হোসেন সঙ্গীয় ফোর্সসহ কূখ্যাত মাদক কারবারী ৫টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ফরিদগঞ্জ থানাধীন ১১নং চরদূখিয়া ইউনিয়নের সন্তোষপুর গ্রামের বেডিবাজার এলাকার সেকান্দর (সেকা) গাজীর ছেলে মোঃ রতন প্রকাশ রতন রাঢী(৩২) কে পুলিশ গ্রেপ্তার করেন ।
কূখ্যাত রতনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ চাঁদাবাজি এবং মানুষ কুপিয়ে জখম করার অভিযোগ রয়েছে।
এই বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আটক আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে ।