প্রেস বিজ্ঞপ্তি
অফিসিয়াল প্যাডের মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ।
গত ১৭ অক্টোবর মঙ্গলবার ২০২৩ইং তারিখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ফরিদগঞ্জ পৌরসভা শাখার বিলুপ্ত কমিটির আহ্বায়ক মোঃ সাজ্জাদ হোসেন (টিটু) ও যুগ্ম-আহ্বায়ক এস এম সোহেল রানার তত্বাবধানে নিজ বলয়ের কিছু নেতাকর্মীদের উপস্থিতিতে একটি বর্ধিত সভা আয়োজিত হয়। সভা শেষে আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ক এর সাক্ষরিত একটি প্যাডের মাধ্যমে পৌরসভার ৯টি ওয়ার্ডের কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়। এবং ৯ শাখার নতুন কমিটি গঠন করার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের আগমী ২০-১০-২৩ তারিখে মধ্যে পৌরসভা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের নিকট জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করে বিজ্ঞপ্তিটি ভার্চুয়ালী যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করে তারা।
উত্ত বিজ্ঞপ্তি ভার্চুয়ালী ছড়িয়ে পড়লে এ নিয়ে উপজেলা যুবলীগের নেতাকর্মীদের মাঝে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। তাদের দাবী, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ক এর অনুমতি ছাড়া এধরণের কর্মকাণ্ড করে মোঃ সাজ্জাদ হোসেন (টিটু) ও এস এম সোহেল রানা সাংগঠনিক নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেছে বলে দাবী করেন যুবলীগের নেতাকর্মীরা।
সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার (২০ অক্টোবর) গঠনতন্ত্র পরিপন্থি ও নিয়মবহির্ভূতভাবে ফরিদগঞ্জ পৌরসভা যুবলীগের আহ্বায়ক মোঃ সাজ্জাদ হোসেন টিটু ও যুগ্ম-আহ্বায়ক এস এম সোহেল রানার স্বাক্ষরে ফরিদগঞ্জ পৌরসভার অন্তর্গত ৯ টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এমতাবস্থায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খাঁন নিখিলের নির্দেশে ফরিদগঞ্জ পৌরসভা যুবলীগের অন্তর্গত বিলুপ্তিকৃত ৯ টি ওয়ার্ড কমিটিকে পুনর্বহাল করা রাখা হয়েছে মর্মে উপজেলা যুবলীগের নিজেদের সাক্ষরিত অফিসিয়াল প্যাডে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন ও যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ।
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন এর সাথে কথা হলে তিনি জানান, কথিত যুবলীগের পৌরসভা শাখার আহ্বায়ক মোঃ সাজ্জাদ হোসেন (টিটু) ও যুগ্ম-আহ্বায়ক এস এম সোহেল রানা উদ্দেশ্য প্রনোদিত ভাবে সাংগঠনিক নিয়ম শৃঙ্খলা বিনষ্টে মরিয়া হয়ে এ ধরনের নিন্দনীয় কাজ করে বসে। পরে ব্যাপারটি তার দৃষ্টিগোচর হলে চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া’কে অবিহিত করেন তিনি।
চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া জানান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন ও যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ ব্যাপারটি অবিহিত করলে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল’কে জানালে তাদের নির্দেশে বরখাস্তকৃত কমিটির পুনর্বহাল ও ৪৮ ঘন্টা সময় নির্ধারণ করে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
Leave a Reply