মেহেদী হাছান, ফরিদগঞ্জ:
ফরিদগঞ্জে মাদকের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামীকে ইয়াবা ট্যাবলেটসহ ফের আটক করা হয়েছে।
সোমবার গভীররাতে উপজেলার ৫নং ইউনিয়নের
বৈচাতলী বেড়ীবাঁধ এলাকার থেকে ওই এলাকার মৃত হাজী আবুল হাসেম’র ছেলে মোহাম্মদ উল্যাহ প্রকাশে হেলাল (৪২)’র কাছ থেকে ৪০ পিস ইয়াবা জব্দ করে তাকে আটক করা হয়।
এর পূর্বেও হেলাল’র বিরুদ্ধে মাদকের ৭ টি মামলা রয়েছে, একটিতে ওয়ারেন্ট ভ‚ক্ত আসামী সে।আটককৃত হেলাল দীর্ঘদিন যাবৎ মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত বলে স্থানীয়রা নিশ্চিত করেছে।
থানার পুলিশ পরিদর্শক (এস.আই) নুরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, আটককৃত হেলালের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’র লক্ষে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply