ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জের ১১নং চরদুঃখীয় পৃর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুনুর রশিদ (৭০) সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
২৯ মে (রোববার) সকাল সাড়ে ৮টায় নিজ বাড়ি থেকে ফরিদগঞ্জে আসার পথে ঢালি বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে পড়ে যান।
স্থানীয়রা উনাকে গুরুতরবস্হায় উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
তিনি চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বেলা সাড়ে দশটার সময় মারা যান।
সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাটওয়ারী চরদুঃখীয় পৃর্ব ইউনিয়নের আলোনিয়া এলাকার পাটওয়ারী বাড়ির মৃত হাসমত উল্লাহ পাটোয়ারীর ছেলে।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে, ২ স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এ মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক সংঠনের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply