মেহেদী হাছান ফরিদগঞ্জ :
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি মো. আব্দুল মান্নান’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পরিচিতি পর্ব শেষে বক্তব্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আব্দুল মান্নান বলেন, সাংবাদিক ও পুলিশের উদ্দেশ্য সমাজ পরিস্কার করা। সাংবাদিকরা সমাজের আয়না, তারা সমাজের বস্তুনিষ্ঠ তথ্য সহ বাস্তবিক চিত্র তুলে ধরে থাকেন। বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানেও পুলিশকে সহযোগিতা করে থাকেন সাংবাদিকরা। পুলিশ সেগুলো চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিয়ে থাকেন। এরই সূত্র ধরে পুলিশ ও সাংবাদিকদের পেশা ভিন্ন হলেও লক্ষ কিন্তু একটাই। বর্তমান সমাজের ব্যাধি মাদক, নারী নির্যাতন, ইভটিজিং, কিশোর অপরাধ, বাল্যবিবাহ-সহ নানা অসামাজিক বিষয়ে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ.ওসি মো. আব্দুল মান্নান সোমবার (১২ ডিসেম্বর) রাতে ফরিদগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ তিনি শাহরাস্তি উপজেলার মডেল থানার ওসি হিসেবে দায়িত্বপালন করেছেন।