1. haimcharbarta2019@gmail.com : haimchar :
ফরিদগঞ্জে সকলের আর্থিক সহযোগীতায় বাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত আনোয়ার হোসেন - হাইমচর বার্তা
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০১:২৩ অপরাহ্ন

ফরিদগঞ্জে সকলের আর্থিক সহযোগীতায় বাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত আনোয়ার হোসেন

  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ৮৪ Time View

মেহেদী হাছান ফরিদগঞ্জ প্রতিনিধি:

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী মো. আনোয়ার হোসেন (৪২) বাঁচার আকুতি তার। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি। আনোয়ার হোসেন ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল’র অধিনে প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ইনামুল হক চৌধুরী’র তত্বাবধানে চিকিৎসাধীন আছেন। চিকিৎসক জানিয়েছেন, আনোয়ার হোসেন’র গলায় ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তার চিকিৎসা বাংলাদেশেই সম্ভব।

তার পরিবার জানিয়েছে, আনোয়ার হোসেনের চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ৩ লাখ টাকা ব্যয় হয়েছে। আরও চিকিৎসা করাতে প্রায় ২ থেকে আড়াই লাখ টাকার প্রয়োজন। অসহায় পরিবারটির পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। সমাজে বিত্তশালী, ধনবান ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন।
জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার পূর্বদিক থেকে সীমান্তবর্তী এলাকা রামনগরের বাদশা মিয়ার ছেলে আনোয়ার হোসেন। পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক। সিএনজি অটোরিক্সা চালিয়ে ৬ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনের সক্ষম আনোয়ার হোসেন-এর গত কয়েকমাস পূর্বে গলায় পচন্ড ব্যাথা দেখা দেয়। পরবর্তিতে ডাক্তার দেখালে বিভিন্ন পরীক্ষ শেষে তার গলায় ক্যান্সার হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তার সাদ্যমত প্রায় তিন লক্ষ টাকা খরচ করে বর্তমানে চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। নিজে খেটে খাওয়া আনোয়ার হোসেন আগে কখনো মানুষের কাছে হাত পাতেন নি। বর্তমানে নিজে বাঁচার ও পরিবারের কথা বিবেচনা করে সাহায্য প্রার্থনা করছেন তিনি।

আনোয়ার হোসেন স্ত্রী রৌশন বেগম, ছেলে ফজর আলী ও মিলন, আব্দুল করিমসহ বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, আনোয়ার হোসেন অত্যন্ত বিনয়ী, ভালো মানুষ। কোনো ধুমপান বা খারাপ কাজের সাথে সম্পৃক্ত নহে। হঠাৎ করে তার এমন রোগ ধরা পড়ল, যা সত্যিই দুঃখজনক। সে একজন সিএনজি চালক। তার পরিবারে সে নিজেই উপার্জনের সমক্ষম ব্যক্তি। বর্তমানে পরিবারটি সামর্থ্য নাই তার চিকিৎসা করার। সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

সাহায্য পাঠানোর জন্য: আনোয়ারের ছেলে ফজর আলীর বিকাশ নং ০১৭৮৫৫৩৯৮০৮ ও আনোয়ারের ব্যক্তিগত মোবাইল নং ০১৮৮৪৯৫২৯১৮, স্ত্রী রওশন বেগম: ০১৭২২৮৪৫৯৭২।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews