ফরিদগঞ্জে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা – ২০২৩ইং উপজেলা পর্যায় আয়োজনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।
গত ১৮ জানুয়ারি বুধবার পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহি কর্মকর্তা তাসলিমুন নেছা’র সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ,ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, অধ্যক্ষ নেপাল চন্দ্র,মুনীর চৌধুরী, প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, অধ্যক্ষ মিজানুর রহমানসহ প্রমুখ। মাননীয় প্রধান মন্ত্রীর মুখ্য সচিব ও সভাপতি, বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন কর্তৃক নির্দেশ মোতাবেক সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ জানুয়ারী ২০২৩ইং রোজ বুধবার ফরিদগঞ্জ এ. আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নিন্মে এ্যাথলেটিকস ইভেন্ট সমূহঃ (১) “ক” গ্রুপ ( ৬ষ্ট থেকে ৮ম শ্রেণি) এর ছাত্র ও ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, হাই জাম্প, লংজাম্প।(২) “ক” (৬ষ্ট থেকে ৮ম শ্রেণি) এর ছাত্রী ঃ ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প।(৩) “খ” (৯ম থেকে ১০ম শ্রেণি) এর ছাত্র ও ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, ৮০০ মিটার দৌড়, ১৫০০ মিটার দৌড় হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, জেডলিন প্রো, শটপুট, ডিসকাস, ৪×১০০ মিটার রিলে(৪) “খ” (৯ম থেকে ১০ম শ্রেণি) এর ছাত্রী ঃ ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, ৮০০ মিটার দৌড়, ১৫০০ মিটার দৌড় হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, জেভলিন থ্রো, শটপুট, ডিসকাস, ৪x১০০ মিটার রিলে।