1. haimcharbarta2019@gmail.com : haimchar :
ফরিদগঞ্জে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে - হাইমচর বার্তা
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০২:৪২ অপরাহ্ন

ফরিদগঞ্জে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৮৬ Time View

মেহেদী হাছান ফরিদগঞ্জ চাঁদপুর প্রতিনিধি :

ফরিদগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রড বোঝাই ট্রাক পুকুরে উল্টে পড়েছে। বৃহস্পতিবার সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন টিএন্ডটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় চালক সহিদ মোল্লাকে উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, ঢাকা মেট্রো – ট ২৪-০৪৪২ ট্রাকটি চট্টগ্রাম থেকে রড নিয়ে চাঁদপুর যাচ্ছিল। পথিমধ্যে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন টিএন্ডটি এলাকায় পৌঁছলে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এ সময় চালক সহিদ মোল্লা ট্রাকের মধ্যে আটকা পড়েন। তার সহযোগী সাব্বির মোল্লা ট্রাকের গ্লাস ভেঙ্গে বেরিয়ে আসেন। স্থানীয়দের ঘন্টাব্যাপী চেষ্টায় চালক সহিদকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরবর্তীতে খবর পেয়ে চাঁদপুর সদর থেকে আসা ফায়ার সার্ভিসের একটি দল ও ফরিদগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় ট্রাকের চালকতে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর ২৫০ সয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনার ফলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে দুই ঘন্টা যাবৎ যান চলাচলের বিগ্ন ঘটে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা লিডার আব্দুর রহিম বলেন, খবরপেয়ে আমরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় ট্রাকের চালককে উদ্ধার করেছি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews