ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জে নিজের বসত বিল্ডিং থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৫ এপ্রিল শুক্রবার গভীর রাতে উপজেলার রুপসা দক্ষিন ইউনিয়নের পশ্চিম কাওনিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফরিদ উদ্দিন (২৪ ) ওই গ্রামের ভূঁইয়া বাড়ীর মৃত হুমায়ুন ভূঁইয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, ফরিদ উদ্দিন নিজের একতলা বিশিষ্ট বিল্ডিং-এ একাই বসবাস করতো। ১৪ এপ্রিল বৃহস্পতিবারও তাকে স্থানীয়রা স্বাভাবিক অবস্থায় চলাফেরা করতে দেখেছে, শুক্রবার দিন ব্যাপী তাকে দেখতে না পেয়ে খোজাঁখুজি করে না পেয়ে একপর্যায়ে স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন ফরিদ উদ্দিনের বিল্ডিং-এর জানালা দিকে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত ফরিদ উদ্দিন অবিবাহিত ও তার বড় ভাই কাউছার আহাম্মেদ দক্ষিন আফ্রিকায় প্রবাসী। ফরিদ উদ্দিন নিজের পারিবারিক কাজ করতো বলে নিশ্চিত করেছে স্থানীয়রা।
তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা বলা যাচ্ছে না।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে, তবে কী কারণে এ হত্যা ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ) সার্কেল মো.সোহেল মাহমুদ পিপিএম।
Leave a Reply