মেহেদী হাছান ফরিদগঞ্জ চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ৩১বার তপোধ্বনির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ৬টায় উপজেলা সদরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন।
পর্যায়ক্রমে থানা পুলিশ, ফরিদগঞ্জ প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, যুবলীগ ও তার সহযোগী সংগঠন, ফরিদগঞ্জ পৌরসভা, বাজার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন
রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠান পর্যায়ক্রমে পুষ্পমাল্য অর্পণ করেন।
সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শিউলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান,পৌরসভার মেয়র যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ
হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্যাহ তপদার। পতাকা উত্তোলন শেষে সালাম গ্রহণের পর সকলের উদ্দেশে বক্তব্য প্রদান করেন অতিথিরা।
আলোচনাসভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোররা সেখানে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।
Leave a Reply