ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জে মোটর সাইকেল কেড়ে নিয়েছে বাই- সাইকেল আরোহী আরাফাত (১২) নামে এক শিক্ষার্থীর প্রাণ। এসময় মোটর সাইকেল আরোহী রিয়াদ হোসেন ও গুরুতরভাবে আহত হয়। রোববার (১০এপ্রিল) দুপুরে উপজেলার সুবিদপুর পুর্ব ইউনিয়নের রূপনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরাফাত হোসেন মনতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও মনতলা গ্রামের পাটোয়ারী বাড়ির প্রবাসী মুজাহের পাটোয়ারীর ছোট ছেলে। রিয়াদ হাজিগঞ্জ উপজেলার দোয়াগন্ডা গ্রামের মজুমদার বাড়ির বাসিন্দা। তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সুবিদপুর পুর্ব ইউনিয়নের রূপনগর এলাকায় মোটরসাইকেল আরোহী রিয়াদ বাইসাইকেল আরোহী আরাফাত হোসেনকে চাপা দেয়। এসময় মোটর সাইকেল আরোহী রিয়াদ ও আরাফাত হোসেন দুজনই আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আরাফাত হোসেন মারা যায়। রিয়াদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply