এস. এম ইকবাল, ফরিদগঞ্জ
ফরিদগঞ্জ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহণে মহা সড়কে যাত্রী, শ্রমিকের মৃত্যু ও সড়ক দূর্ঘটনা রোধে মানববন্ধন করা হয়েছে।
৪আগষ্ট বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর-রায়পুর আঞ্চলিক সড়কের ফরিদগঞ্জের কালী বাজার রাস্তা মাথা এলাকায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদপুর-রায়পুর সড়কে গত ২৯ জুলাই রাতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য জাকির হোসেন লিটন হাজারী, মাসুদ পাটওয়ারী রিপন গাজী মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়। উক্ত ঘটনায় জড়িত ট্রাক চালকসহ জড়িতদের বিচারের দাবি জানান।
উপজেলা যুবলীগ নেতা হাজী মাকসুদুল বাসার বাঁধনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, পৌর আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক জসিম উদ্দিন পাটওয়ারী, উপজেলা যুবলীগের সাবেক সদস্য মুরাদ হোসেন পাটওয়ারীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।