ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে সুমাইয়া আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ৭ এপ্রিল দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম গাব্দেরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। শিশু সুমাইয়া ওই গ্রামের হুমাইয়ুন কবিরের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, শিশু সুমাইয়াকে দীর্ঘক্ষন দেখতে না পেয়ে, খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে বাড়ির লোকজন। পরে দ্রæত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে ফরিদগঞ্জ থানা পুলিশ।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে এসেছে, এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply