মেহেদী হাছান ফরিদগঞ্জ চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জম্মদিন উপলক্ষে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মাচ্ বৃহস্পতিবার দুপুরে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ মাঠে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাসের সভাপতিত্বে, শাহমুব জুয়েলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান ও বিশেষ অতিথি বক্তব্য রাখেন খাজে আহমেদ মজুমদার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জম্মদিন উপলক্ষে তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন বলেই ৯০ হাজার কোটি টাকার ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশের মানুষ।
তিনি আরো বলেন, আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, মহান আল্লাহ্ তায়ালা যেন মৃত্যুর আগ পর্যন্ত উনাকে সুস্থ্য রাখেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশ ও মানুষের কল্যানে ১৬ ঘন্টা নিরলস ভাবে কাজ করেন। উনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে করিয়েছেন। ।
তিনি বলেন, গল্লাক কলেজ সরকারি করনে আমি সর্বোচ্চ চেষ্টা করবো এবং বঙ্গমাতা শেখ ফজিলেতুন্নেছা মুজিবের নামেই হবে। গল্লাক কলেজকে ১টি ছাত্রী হোস্টেল দেওয়ার ও অনার্স ডিপার্টমেন্ট খোলার প্রতিশ্রুতি দেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গুপ্টি পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা জিএম হাছান তাবাসুম, জাহাঙ্গীর আলম পলোয়ান, সংসদ সদস্যের বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন, বালিথুবা পশ্চিম ইউনিয়নের বাহা উদ্দিন বাহার, সুবিদপুর পূর্ব ইউনিয়নের জানিবুল হক জুয়েল, সুবিদপুর পশ্চিম ইউনিয়নের পারভেজ আহম্মেদ, গুপ্টি পশ্চিম ইউনিয়নের সোহেল মাষ্টার, পাইকপাড়া উত্তর ইউনিয়নের আবদুর রহিম রুবেল, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পুতুল সরকার, গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আবদুল মোতালেব তুহিন, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের মোরশেদ আলম মুরাদ, রূপসা উত্তর ইউনিয়নের নজরুল ইসলাম সুমন, রূপসা দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান মো. শরীফ খানসহ আ’লীগ, যুবলীগ, ছাএলীগ, নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply