মেহেদী হাছান ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুর ফরিদগঞ্জে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পাওয়ার হাউজ সংলগ্ন বেপারী বাড়ির রফিক বেপারীর বসত ঘরের পাসে থাকা রান্না ঘরটি পুড়ে যায়।
৭ মার্চ সোমবার সকাল ১০ ঘটিকার সময় সরেজমিনে গিয়ে জানা যায় রফিক বেপারীর ছেলে কাউসার বেপারী জানায় আমাদের বাড়িতে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে ঝামেলা চলতেছে এই বিরোধের জেরে দুই পক্ষ সাইফুল ও নুরুল ইসলাম ঝগড়া লাগায় সাইফুল বেপারী এসে আমাকে ডেকে নিয়ে যায় বাড়ির উঠানে পরবর্তীতে আমার মা পিছন দিয়ে উঠানে গেলে দুই পক্ষের কথা কাটাকাটি চলছিল এই সুযোগটি কাজে লাগিয়ে কে বা কারা আমাদের রান্নাঘরে আগুন লাগিয়ে দেয় পার্শ্ববর্তী চাচি আগুন দেখে ডাক দিলে আমরা এসে দেখি আমাদের রান্নাঘরটি পুড়ে গিয়েছে। আমাদের পার্শ্ববর্তী সাইদুল বেপারী দীর্ঘদিন আমাদের বাড়িতে আসে না কিন্তু এদিন এসে আমাকে ডেকে নিয়ে যায় এই ফাঁকে আমাদের রান্না ঘরে অগ্নিসংযোগ রহস্যজনক।
এ বিষয়ে রফিক বেপারী (৫৫) আমির হোসেন(৪৩), শফিক বেপারী(৪০), সাইদুর বেপারীকে(৩০),কে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দেন।সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তার জানান এদের বাড়িতে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সালিশী বৈঠক চলে আসছিল এর ভিতরে এই ধরনের অনাকাঙ্খিত ঘটনা খুবই দুঃখজনক ও দুষ্কৃতিকারী যেই হোক তাকে প্রশাসন যেন দ্রুত আইনের আওতায় নিয়ে আসেন।
এ বিষয়ে অফিসার ইনচার্জ শহীদ হোসেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply