এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা, রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ঠা জানুয়ারী বুধবার সকালে (এমপি সমর্থিত) উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সরকারি কলেজ থেকে বিশাল রেলী বের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে যুবলীগের কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাছান পাটওয়ারীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক রাসেল মিজির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম, জাহাঙ্গীর পলোয়ান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, মাহমুদুল হাছান মিরাজ, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি গাজী আলী নেওয়াজ, সাধারন সম্পাদক হৃদয় গাজী, কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে খাজে আহমেদ মজুমদার বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল চালিকাশক্তি ছিল বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস ও ঐতিহ্য গৌরবের।
তিনি আরো বলেন, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে স্বাধীনতার সংগ্রামে ছাত্র সংগঠন ভূমিকা রেখেছে। এক্ষেত্রে বিরল বাংলাদেশ ছাত্রলীগ স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছে। তাই ছাত্রলীগের ঐতিহ্য ধরে রেখে বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগকে এগিয়ে যেতে হবে।