ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জে পুলিশ ৫কেজি গাঁজাসহ তাসলিমা বেগম(২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। রোববার রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের হরিণা গ্রামের বেপারি থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে তাকে চাঁদপুর আদালতে প্রেরন করে পুলিশ। তাসলিমা ওই বাড়ির দুলাল বেপারির মেয়ে ও ফয়সাল শেখের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৫জুন) রাতে ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের হরিণা গ্রামের বেপারি বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় তাসলিমা বেগমকে ৫কেজি গাঁজাসহ আটক করেন। পুলিশ সূত্রে আরো জানা গেছে, তালিমার স্বামী ফয়সাল শেখও মাদক কারবারের সাথে জড়িত। তবে ফয়সালকে আটক করা সম্বব হয়নি।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন তাসলিমাকে ৫কেজি গাঁজাসহ আটক পরবর্তী মামলা দায়ের ও আদালতে প্রেরন করার বিষয়টি নিশ্চিত করেছেন।