ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি’র সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল-মামুন’র সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) আজিজুন্নাহার, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্যাহ তপদার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরওয়ার হোসেন. প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নরুন্নবী নোমান, সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।
Leave a Reply